Saturday, October 19, 2019

বাংলাদেশ বেতারে নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Betar Job Circular 2019

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেতার। ক্যারিয়ার গড়ে নিন বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতার ০৭টি পদে মোট ১০৮ জনকে নিয়োগ দিবে। পদগুলোতে সকল জেলার নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনিও পারবেন আবেদন করতে। অনলাইনে আবেদন করতে পারবেন ২০ অক্টোবর ২০১৯ থেকে ০৬ নভেম্বর ২০১৯ এর মধ্যে। আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো, পদসংখ্যা সহ আরো বিস্তারিত নিচে দেখুন। আর নেমে পড়ুন পরীক্ষার প্রস্তুতিতে। 

Bangladesh Betar Job Circular 2019




পদের নাম, যোগ্যতা, পদসংখ্যা এবং বেতন   

১) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

২) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে  ২৫ এবং ৩০ শব্দ।
বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।



৩) পদের নাম: রেডিও টেকনিশিয়ান
পদসংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

৪) পদের নাম: রীগার
পদসংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা।

৫) পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।


৬) পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে  ২০।
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

৭) পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৪৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস।
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।


বেতন-স্কেল

◼ বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

বয়সসীমা

◼ ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
◼ মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি: ১০৯ টাকা ও ৫৬ টাকা বিকাশের মধ্যমে প্রদান করতে হবে।  

আবেদন প্রক্রিয়া

◼ প্রার্থীদের বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে ।


আবেদনের সময়সীমা 

◼ আবেদন শুরুর: ২০ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০:০০ টা থেকে।
◼ আবেদনের শেষ: ০৬ নভেম্বর ২০১৯ রাত ১২:০০ টা পর্যন্ত।

সুত্র: বাংলাদেশ বেতার ওয়েবসাইট
বিস্তারিত দেখুন নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে- সার্কুলার ডাউনলোড  






TAGS:bangladesh betar,latest job circular,job circular,betar job circular 2019,job circular 2019,bangladesh betar job circular,
bangladesh betar new job circular,bangladesh betar job circular 2019,bangladesh betar radio job circular 2019,bangladesh betar job cerculr,bangladesh bater job circular 2019/2018,radio job circular 2019,bangladesh radio job circular,bangladesh radio job circular 2019,job circular 2019,job circular,bd job circular,latest job circular,bgb job circular 2019,bd job circular 2019,ngo job circular 2019,asa job circular 2019,all ngo job circular 2019,bd jobs circular 2019,bgb job circular,primary circular 2019,bd jobs 2019,nsi job circular 2019,new job circular 2019,flid job circular 2019,brta job circular 2019,tmss job circular 2019

No comments:

Post a Comment