National Security Intelligence (NSI) এ বিপুল সংখ্যক পোস্টের সার্কুলার হয়েছে , সঠিক দিকনির্দেশনা,ও পরিশ্রম আর টেকনিক অবলম্বন করে পড়লে এখানে পাশ করা সম্ভব। চলুন জেনে নেই পরীক্ষার বিস্তারিত।
পরীক্ষার ধরণ
১. এমসিকিউ
২. রিটেন
৩. ভাইভা। ( তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক ও মেডিকেল টেস্ট ও হতে পারে)
এমসিকিউ পরীক্ষা
১০০ মার্কের হয় / ১ ঘণ্টা সময়।
এমসিকিউ পরীক্ষার সিলেবাস
এমসিকিউ পরীক্ষার জন্য নির্দিস্ট কোন সিলেবাস নাই তবে বিগত সালের প্রশ্ন এনালাইসিস করে দেখা যায় অনেকটা বিসিএস, PSC Non-cadre এর সিলেবাস কে ফলো করে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প। তবে কিছুটা ব্যতিক্রম ও রয়েছে যেমনঃ
১. বাংলা (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে)
২. ইংলিশ (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে)
৩. সাধারণ গণিত (১০- ১৫ টি প্রশ্ন থাকতে পারে)
৪. সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক ) (৩৫ - ৪০ টি প্রশ্ন থাকতে পারে)
৫. সাধারণ বিজ্ঞান (৩- ৫ টি প্রশ্ন থাকতে পারে)
৬. আইসিটি ( ৮ - ১০ টি প্রশ্ন থাকতে পারে)
৭. মানসিক দক্ষতা (০- ১০ টি প্রশ্ন থাকতে পারে)
এখন প্রশ্ন হল সহকারী পরিচালক বা ফিল্ড অফিসার বা অন্যান্য পদের জন্য কি একই সিলেবাসে বা এরকমই প্রশ্ন হবে? না।
প্রশ্নের কোয়ালিটি এবং প্রতিটি বিষয়ের মার্ক একটু কম বেশি হতে পারে , তবে এই বিষয়গুলোর উপরে জোর দিলে সেক্ষেত্রে আপনার জন্যই ভালো। যা আপনাকে যে কোন পরীক্ষার জন্য একধাপ এগিয়ে রাখবে।
কোন বই - কিভাবে পড়বেন
এখন আসি কোন বই আর কিভাবে পড়বেন, বাজারে শুধুমাত্র NSI পরীক্ষার জন্য বিভিন্ন গাইড বের হয়েছে , এগুলো পড়লে আপনার প্রস্তুতি সম্পূর্ন হবে কতটা? টার্গেট যদি থাকে NSI তে পাশ করার এবং ভালো কিছু করার তাহলে আমার সাজেশন এগুলো বই থেকে শুধু মাত্র বিগত সালের প্রশ্নের ধারনা নিতে পারেন। বেসিক ক্লিয়ার করে ৩ মাসের একটা সম্পূর্ন প্রস্তুতি নিয়ে প্রতিটা সাবজেক্ট ভালো করে পড়ুন সফলতা আপনার কাছেই ধরা দিবে । মনে রাখবেন শর্টকাট দিয়ে বেশিদূর যাওয়া যায় না।
বেসিক ক্লিয়ার এর জন্য কোন বই কিভাবে পড়বেন?
১. বাংলা
◼ বাংলার জন্য class 9-10 এর বাংলা গ্রামার, MP3 জর্জ সিরিজের বাংলা দেখতে পারেন । ব্যাকরণের অংশটা ভালো করে পড়ুন।
২. ইংলিশ
◼ Competitive Exam বা Master ইংলিশ বইটা দেখতে পারেন । বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ভালো করে পড়ুন।
৩. সাধারণ গণিত ও মানসিক দক্ষতা
◼ এর জন্য শাহীন ম্যাথ বা যে কোন ম্যাথ এর বই দেখুন , বেসিক ম্যাথ গুলো ভালো করে দেখুন । মানসিক দক্ষতার চেয়ে গণিতের দিকটা বেশি গুরুত্ব দিন।
৪. সাধারণ জ্ঞান
◼ রিসেন্ট যে কোন সাধারণ জ্ঞান এর বই পড়তে থাকুন , বিস্তারিত পড়ার জন্য যে কোন একটি বই ফলো করুন আজকের বিশ্ব বা MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক ।
৫. সাধারণ বিজ্ঞান
◼ বাজারের যে কোন একটি বই এর বেসিক অংশটুকু পড়ুন । ওরাকল বা MP3 বিজ্ঞান।
৬. আইসিটি
◼ এটা গুরুত্বপূর্ন ও সহজেই মার্ক পাওয়া যায় , এর জন্য আপনি "self suggestion কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি " বইটির প্রতিটি অধ্যায়ের শেষে "অটো সাজেশন" ফিচারটি ও জব সল্যুশন ফিচার এই দুটি ভালো করে পড়ূন , সর্বোচ্চ কমন পাবেন এই বই থেকে। অল্প পড়ে ভালো নম্বর পাওয়া যায় এখান থেকে , NSI সার্কুলারে সহকারী পরিচালক পদে কম্পিউটার চালানোর দক্ষতার কথা বলা আছে এবং ২০১৫ NSI তে ১০ টি প্রশ্ন শুধু আইসিটি থেকে এসেছে তাই গুরুত্ব সহকারে পড়ুন আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে আইসিটি।
যারা এত বই না পড়ে শর্টকাটে পাশ করার চিন্তা করছেন তারা , যে কোন জবসল্যুশন , ডাইজেস্ট বা NSI এর যে কোন গাইড নিয়ে পড়তে পারেন । কপাল ভালো থাকলে এ যাত্রায় পাড় হতেও পারেন । তবে আমার সাজেশন শর্টকাটে কোন কিছু হয় না , আপনি তিন মাস ভালো করে এই বইগুলো পড়ুন , আপানার বেসিক শক্ত করুন , সাফল্যের পথে আপনি এগিয়ে থাকবেন। NSI ব্যাপক সার্কুলার এটি , সন্মানজনক চাকরি , একটু পরিশ্রম করুন , টেকনিক অবলম্বন করে পড়ুন আশা করি ভালো কিছু হবে।
লিখিত
⚫ ২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
⚫ গনিতঃ বিসিএস টাইপ ম্যাথ থাকে।
⚫ সংক্ষিপ্ত ও টিকাঃ গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
⚫ NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
⚫ সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
⚫ প্রবলেম সলভ থাকে Analytical Type.
⚫ English Short Question
.
লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণ
⚫ সহকারী পরিচালক (AD) - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর
TAGS: nsi job circular 2019,latest job circular,job circular,nsi job circular,nsi bangladesh job circular 2019,national security intelligence nsi job circular 2019,nsi circular 2019,job circular 2019,nsi job apply,prime minister office job circular,nsi circular,job circular today,bd job circular 2019,nsi,nsi bangladesh,bd job circular,new job circular bd,new job circular 2019,nsi admit card,admit card,how to download nsi admit card online,nsi admit card download,admit card download,nsi job,how to download nsi admit card,nsi bangladesh,nsi admit,biman admit card,ccc admit card,breb admit card,admit card 2019,breb admit card 2019,how to download admit card
thank you
ReplyDeleteThanks for your important informatio.
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete