Monday, January 27, 2020

১৫০ জন নার্স নেবে বিএসএমএমইউ | BSMMU Job circular 2020

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য হলে আজই আবেদন করে ফেলুন। আরো বিস্তারিত নিচে দেখুন। 

অনলাইনে আবেদনকৃত যেকোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে ইনবক্সে নক দিন। ঘরে বসেই আবেদন করুন।


Bangabandhu Sheikh Mujib Medical University Job circular 2020





প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/বিএসসি ইন নার্সিং
দক্ষতা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়স: ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.bsmmu.edu.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ২৪০-২৪০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন



TAGS:চাকরির খবর,'সিনিয়র স্টাফ নার্স,নার্স নিয়োগ পরীক্ষা,পরীক্ষার সময়সূচী,নার্সিং রেজাল্ট ২০২০,সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,bangabandhu sheikh mujib medical university job circular 2020,job circular,latest job circular,aerospace university job circular 2020,senior staff nurse job circular 2018,bangabandhu sheikh mujibur rahman maritime university,bongobondhu medical nursing job circular 2018,job circular 2019,bangabandhu sheikh mujibur rahman science and technology university online apply,job circular 2020,job circular,latest job circular,govt job circular,forest job circular 2020,job circular 2019,bd job circular 2020,bwdb job circular 2020,bd job circular,bon bivag job circular 2020,brac ngo new job circular 2020,bon odhidoptor job circular 2020,www.bwdb.gov.bd job circular 2020,community clinic job circular 2020,forest department job circular 2020

No comments:

Post a Comment