Sunday, September 8, 2019

বইপ্রেমীদের জন্য লেখকের নামসহ ২ শতাধিক বইয়ের তালিকা

"বই পড়া" আমরা অনেকেই আছি যারা বই নিয়ে বুদ হয়ে থাকতে ভালবাসি। বই যেন আত্মার আত্মা। বই শুধু বাইরের জগতই নয় বই আমাদের ভেতরের জগতকেও জাগিয়ে তোলে। একটি চীনা প্রবাদ আছে "বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা"। ভালো খাবারে পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্তি করে।

তবে এই বই পড়ার আনন্দ আরো অনেক বেড়ে যায় যখন অনেক গুলো বইয়ের নামের তালিকা নিজের সংগ্রহে থাকে। তাই আজ জেনে নিন দুই শতাধিক বইয়ের নাম। আর দিনে দিনে বইয়ের জগতে নিজেকে শক্ত করে তুলুন। একটু একটু করে নিজের জ্ঞানকে পৌঁছে দিন ওই পাহাড়ের সমান। 


তাছাড়া চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লেখকের নামসহ ২ শতাধিক বইয়ের তালিকা আপনাকে আরো এগিয়ে রাখবে। সেক্ষেত্রে বইয়ের নাম এবং লেখকের নাম জেনে রাখা দরকার।


বই পড়া
 
তাই নিজের জ্ঞানভাণ্ডারকে আরো বেশি সমৃদ্ধ করতে পড়ে নিতে পারেন এই বইগুলো।

১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী - সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী - শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
৪৮। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর - বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন - জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ - বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৬৯। আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।


পর্ব ২ এবং পর্ব ৩ দেখুন এখানে!

No comments:

Post a Comment