Monday, January 20, 2020

৭৭১ পদে সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | Bank Job Circular 2020- erecruitment.bb.org.bd

সমন্বিত ৭ ব্যাংক সম্প্রতি  ১ টি পদে মোট ৭৭১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু ২০-১-২০২০ থেকে । আবেদন করা যাবে ৪-০২-২০২০ পর্যন্ত। সকল চাকরির বিজ্ঞপ্তি জানতে জয়েন করুন আমাদের চাকরির ফেইসবুক গ্রুপে।


Bank Job Circular 2020






পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক(সম্মান) অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

প্রার্থীর বয়স: ০১-০৭-২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর  ।   

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৪-০২-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
আবেদন শুরুঃ ২০ জানুয়ারি ২০২০
আবেদন ফি ও শেষ তারিখঃ ০৪ ফেব্রুয়ারি ২০২০ রাত ১১:৫৯ টা।

আবেদন ফিঃ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংকের "রকেটের" মাধ্যমে পরিশোধ করতে হবে।

সুত্রঃ বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন







TAGS:job circular,bank job circular,job circular 2019,bangladesh bank job circular 2019,bd job circular 2020,bank job,govt bank job circular 2020,pubali bank job circular 2020,bangladesh bank job circular 2020,latest job circular,probashi kallyan bank job circular 2020,job circular 2020,pkb job circular 2020,bwdb job circular 2020,bd job circular,govt job circular 2020,pkb job circular 2020 notice,নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরির খবর,চাকুরির বিজ্ঞাপন,চাকুরির সংবাদ,চাকরির বাজার,চাকরির খবর ২০২০,চাকুরির বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি 2019,নিয়োগ_বিজ্ঞপ্তি,সরকারী চাকুরির বিজ্ঞাপন,বাংলাদেশ ব্যাংক,চাকরির খবর,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,বাংলাদেশ ব্যাংক নিয়োগ,আজকের চাকরির খবর,চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ ব্যাংকে চাকরি,চাকরির পত্রিকা আজকের,bangladesh bank,bangladesh bank job,bangladesh bank job circular 2020,bangladesh bank job list,bank job,bangladesh bank job circular,recent bank job circular in bangladesh,bank jobs in bangladesh,bangladesh bank notice,bangladesh bank exam,bangladesh bank job preparation,Sonali Bank Limited,Janata Bank Limited
Agrani Bank Limited,Rupali Bank Limited,BASIC Bank Limited,Bangladesh Development Bank Limited

1 comment:

  1. This article very helpful for everyone. I hope favor for all. thanks https://bdhutbazar.com

    ReplyDelete