Wednesday, January 22, 2020

পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি | DGFP Job Circular 2020

DGFP Job Circular- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কয়রা, খুলনা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন খুলনা জেলার কয়রা উপজেলার ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম অপারেশনাল প্ল্যানের অধীনে ‘কাজ নাই ভাত নাই’ ভিত্তিতে কিছু সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে। যোগ্য এবং আগ্রহী হলে আবেদন করতে পারেন আপনিও। আরো বিস্তারিত নিচে দেখুন।


DGFP Job Circular 2020

পদের নাম: ভলান্টিয়ার

পদসংখ্যা: এই পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে। কর্মএলাকা/ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা: প্রতিদিন ৫৫০ টাকা (দিন হিসেবে) করে প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ও জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখপূর্বক মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কয়রা, খুলনা বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আবেদন করা যাবে ৯ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত।

সূত্র : www.dgfp.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

TAGS:পরিবার পরিকল্পনা,চাকরির খবর,চাকুরীর বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি,বাংলা বিজ্ঞাপন,সরকারি চাকরি,চাকরিবার্তা,সরকারী চাকুরী,চাকরির পত্রিকা,চাকরির বাজার,job circular,job circular 2019,latest job circular,dghs job circular 2019,health services dghs job circular 2020,bd job circular,health department job circular 2019 bd,new job circular,ministry of health job circular 2019,govt job circular,community clinic job circular,bd job circular 2020,planning department job circular 2020,dghs job circular 2020,health service job circular 2020,job circular,job circular 2020,latest job circular,bd job circular 2020,job circular 2020,bd job circular,govt job circular,www.reb.gov.bd job circular 2020,bangladesh palli bidyut job circular 2020,job circular 2019,daily job circular,bangladesh rural electrification board job circular 2020,weekly job circular,dgfp job circular 2020,dghs job circular 2020,govt job circular 2020,all job circular 2020,job circular 2020,job circular,bd job circular,latest job circular,govt job circular,job circular 2019,bangladesh bank job circular 2020,department of narcotics control job circular 2020,jbc job circular 2020,dnc job circular 2020,new job circular 2020,nha job circular 2020,ngo job circular 2020,bwdb job circular 2020,badc job circular 2020,forest job circular 2020,badc new job circular 2020

No comments:

Post a Comment