নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিন সানারপাড় এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১০ ও বিএসটিআই।
প্রথম আলোর মাধ্যমে জানা যায় নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃতে সোমবার এই অভিযান পরিচালনা করা হয়। কারখানায় বিএসটিআইইয়ের অনুমতি ছাড়া বোতলজাত জুসসহ বিভিন্ন খাদ্যপন্য তৈরি হতো। 'জুস' তৈরিতে কোন ফল বা ফলের নির্যাস ব্যবহার করা হতো না।
পরীক্ষাগার ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব পন্য উৎপাদন হতো। ভ্রাম্যমাণ আদালত এসব পন্য তৈরির সঙ্গে জড়িত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ছয় লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
বিস্তারিত দেখুন প্রথম আলোর ধারণকৃত ভিডিওটিতে......
Tuesday, October 2, 2018
BD News
আমের ‘জুসে’ আম নেই, আছে কেমিক্যাল - সাবধান !! (ভিডিও)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment