Thursday, November 9, 2017

অগ্রণী ব্যাংক লিমিটেড এর "সিনিয়র অফিসার" পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র

অগ্রণী ব্যাংক লিমিটেড"সিনিয়র অফিসার" পদে ১৪/০৭/২০১৭ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীগনকে তাদের আবেদনের প্রেক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত প্রমানক দলিলাদির সত্যায়িত ফটোকপি আগামী ২১/১১/২০১৭ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক ও সদস্য-সচিব, ব্যাংকর্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর নিজ সাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে দাখিলের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।



শর্তাবলীঃ

(১) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ, মারকশিট/Transcript; 'O' Level এবং 'A' Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate); বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত অমমান সার্টিফিকেট (Equivalence Certificate) এর সত্যায়িত ফটোকপি (শ্রেনি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ)

(২) সদ্য তোলা ০৩(তিন) কপি রঙিন পাসপোর্ট ছবি ও পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।

(৩) যে সকল সনদপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ উল্লেখ নেই সে সকল পরীক্ষার ফল প্রকাশের তারিখ উল্লেখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত সনদপত্র।

(৪) আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার(বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানার) সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ।

(৫) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড ও জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

(৬) মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীদেরকে নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্যাদি এবং এর সমর্থনে প্রমানক দলিলাদির কপি অবশ্যই দাখিল করতে হবে। 

(৭) উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে উপজাতি হিসেবে প্রদত্ত সনদপত্র এবং

(৮) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রতিবন্ধীর স্বপক্ষে প্রদত্ত সনদপত্র। 

উল্লেখ্য, চাকরীরত প্রার্থীদেরকে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে উপরোক্ত দলিলাদি প্রেরণ করতে হবে।  


বিস্তারিত দেখুন এখানেঃ 







গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং পেইজে  "HitzNews24"  জয়েন থাকুন। 




TAGS: Bangladesh Bank Job Circular 2017,  14th NTRCA Written Exam, 14th NTRCA Preliminary Exam Result,  Bangladesh Fish Development Corporation,  REB Job Circular 2017,  Department of Information & Technology Job Circular 2017,  Walton Group Job Circular 2017,  Myone Job Circular 2017,  BD JobsBank Exam Question Solution 

No comments:

Post a Comment