Thursday, October 3, 2019

প্রণালী মনে রাখার টেকনিক | আর ভুলবেন না

বিভিন্ন চাকরির পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষায় প্রণালী থেকে প্রশ্ন আসে। আজকে প্রণালী মনে রাখার টেকনিক শেয়ার করবো আপনাদের সঙ্গে যা পরীক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে এবং কখনোই ভুলবেন না। যদি টেকনিকটি ভালো লাগে বা আপনাদের কাজে দেয় তবে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সাইটটি ভিজিট করার অনুরোধ করা হলো কেননা এখানে পাবেন সকল সরকারি বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন মন্ত্রনালয়, অধিদপ্তরসহ সকল ধরনের চাকরির খবর। 


চলুন জেনে নেই প্রণালী মনে রাখার কার্যকরী উপায়।  
                          
১) আইজি আটবার ভুল করেছে।

ব্যাখ্যা: আই=আ-আফ্রিকা;ই-ইউরোপ
জি-জিব্রাল্টার প্রণালী
আটবার= আটলান্টিক মহাসাগর;ভুল-ভূমধ্যসাগর
অর্থাৎ,জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে আর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে।

২) এই কম কথা বলে বসে থাক।

এই=এ-এশিয়া;ই-ইউরোপ
কম=ক-কৃষ্ণসাগর;ম-মর্মর সাগর
বসে-বসফোরাস প্রণালী
অর্থাৎ,বসফোরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক আবার কৃষ্ণসাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে।

৩) সুজা সুন্দরবন জাভা নাকি?

সুজা=সু-সুমাত্রা;জা-জাভা
সুন্দরবন-সুন্দা প্রণাণী
জা-জাভা সাগর;ভা-ভারত মহাসাগর

৪) FB-তে ইংলিশ শিখার আটটি উত্তর আছে।

FB=F-France;B-Britten
ইংলিশ-ইংলিশ চ্যানেল
আটটি-আটলান্টিক মহাসাগর
উত্তর-উত্তর মহাসাগর



৫) ভাশি পোকা আভার কামড় দিল।

ভাশি=ভা-ভারত;শি-শ্রীলঙ্কা
পোকা-পক প্রণালী
আভার=আ-আরব সাগর;ভা-ভারত মহাসাগর

৬) মইন দাদা তুরস্কে যাবে।

মইন=ম-মর্মর সাগর;ই-ইজিয়ান সাগর
দাদা-দার্দানেলিস প্রণালী
তুরস্ক-তুরস্ক+ তুরস্ক

৭) ইস্! পাও তরমুজ খাব কেন?

ইস=ই-ইরান;স-সংযুক্ত আরব আমিরাত
পাও=পা-পারস্য উপসাগর;ও-ওমান উপসাগর
তরমুজ-হরমুজ প্রণালী

৮) আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পড়বে না।

আমেনা-আমেরিকা, এসে-এশিয়া
উত্তর-উত্তর সাগর
রিং-বেরিং আবার রিং-বেরিং প্রণালী



৯) যুলির নামে আটবার শান্তি বর্ষিত হউক।

যুলির-যুক্তরাষ্ট্র,নামে-পানামা
আবার নামে-পানামা প্রণালী
আটবার-আটলান্টিক মহাসাগর
শান্তি-প্রশান্ত মহাসাগর

১০) কোরিয়ায় গিয়ে পূজা করব জেনে রাখো।

কোরিয়া-কোরিয়া প্রণালী
পূজা=পূ-পূর্ব চীন;জা-জাপান সাগর
করব-কোরিয়া,জেনে-জাপান

১১) মালা বাজার থেকে সুমার জন্য বই কিনেছে।

মালা-মালাক্কা প্রণালী
বাজার=বা-বঙ্গোপসাগর;জা-জাভা সাগর
সুমার=সু-সুমাত্রা;মা-মালয়েশিয়া

১২) ইকরাম MA না পড়লে মীম তার সাথে KFC তে ফুসকা খাবে না।

MA=M-মেক্সিকো উপসাগর;A-আটলান্টিক মহাসাগর
KFC=K-কিউবা;F-ফ্লোরিডা
ফুসকা-ফ্লোরিডা প্রণালী




TAGS: মনে রাখার টেকনিক,সাধারণ জ্ঞান,মনে রাখার কৌশল,শর্টকাট টেকনিক,বিসিএস প্রস্তুতি,পড়া মনে রাখার কৌশল,মুদ্রার নাম,সাধারন জ্ঞান,শর্ট টেকনিক,বিসিএস,৪১তম বিসিএস,বিসিএস প্রস্তুতি,বিসিএস digest,বিসিএস টিপস,বিসিএস বাংলা,বিসিএস পরামর্শ,বিসিএস সিলেবাস,preparation,govt job preparation,govt job preparation book,govt job exam preparation,govt job preparation method,govt job preparation channel,best book for govt job preparation,bcs preparation,government job preparation,govt exam preparation,competitive exam preparation,govt jobs,govt job exam,government jobs

No comments:

Post a Comment