Thursday, November 9, 2017

প্রবাসী কল্যাণ ব্যাংক "এক্সিকিউটিভ অফিসার (সাধারণ)" MCQ পরীক্ষার আসন বিন্যাস - পরীক্ষা ২৪ নভেম্বর ২০১৭

প্রবাসী কল্যাণ ব্যাংক এ "এক্সিকিউটিভ অফিসার (সাধারণ)" পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে শুধুমাত্র প্রবেশপত্র ডাউনলোড প্রার্থীদের ১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ Test আগামী ২৪/১১/২০১৭ তারিখ বিকাল ৩ঃ৩০ টা থেকে ৪ঃ৩০ পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত নিম্নবর্ণিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।




ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত মোট ১৫ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত MCQ Test এ সর্বমোট ৫২,৩৩৭ জন প্রার্থী অংশগ্রহণ করবে। আজ ৯ নভেম্বর ২০১৭ তারিখে ব্যাংকার্স সিলেকশন কমিটি আসন বিন্যাস সংক্রান্ত এই নোটিশ প্রকাশ করেন।



শর্তাবলীঃ 

১) পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০(ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২) প্রবেশের ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহন করতে দেয়া হবে না।
৩) পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে কঠোর নির্দেশনা দেয়া যাচ্ছে।


বিস্তারিত দেখুন এখানেঃ 





গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং পেইজে  "HitzNews24"  জয়েন থাকুন। 






TAGS: Bangladesh Bank Job Circular 2017, 14th NTRCA Written Exam, 14th NTRCA Preliminary Exam Result, Bangladesh Fish Development Corporation, REB Job Circular 2017,Department of Information & Technology Job Circular 2017, Walton Group Job Circular 2017,Myone Job Circular 2017BD JobsBank Exam Question SolutionBangladesh Bank Job Circular 2017, 14th NTRCA Written Exam, 14th NTRCA Preliminary Exam Result, Bangladesh Fish Development Corporation, REB Job Circular 2017,Department of Information & Technology Job Circular 2017, Walton Group Job Circular 2017,Myone Job Circular 2017BD JobsBank Exam Question Solution.

No comments:

Post a Comment