Sunday, February 9, 2020

১৫০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ | RFL Group Job Circular 2020

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘শোরুম সেলস এক্সিকিউটিভ ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। বিস্তারিত নিচে দেখুন।
RFL Group Job Circular 2020





পদের নাম: শোরুম সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: সর্বমোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি পাস  হতে হবে। এইচএসসিতে  ন্যূনতম  দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 

বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। উচ্চতা ও শারীরিক গঠন : ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো শোরুম কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন: মাসিক বেতন, বিক্রয়ের ওপর ইনসেনটিভ, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা রয়েছে।


আবেদনের প্রক্রিয়া
প্রতি মঙ্গলবার (সরকারি ছুটিরদিন ব্যতীত ) সরাসরি ইন্টারভিউ


ঠিকানা 
প্রিমিয়ার প্লাজা (দ্বিতীয় তলা) 
উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের নিকটে
চ- ৯০/এ, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। 

যা যা লাগবে: 
আগ্রহী যোগ্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি রঙিন  ছবিসহ বায়োডাটা
সব পরীক্ষা পাসের মূল সনদপত্র এবং এসএসসি/এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি, জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) মূলকপি এবং ফটোকপিসহ উল্লেখিত ঠিকানায় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে ।

আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ, ২০২০ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র:  বিডিজবস






TAGS:pran rfl group job circular 2020,akij group job circular 2020,job circular,pran rfl job circular 2020,job circular 2020,pran rfl group job circular 2019,rfl job circular 2020,latest job circular,rfl job circular 2019,pran rfl group job circular october 2019,pran rfl group job,brac ngo job circular 2020,govt job circular 2020,pran group job circular,akij plastic job circular 2020,job circular 2020,job circular,pran rfl group job circular 2020,akij group job circular 2020,pran rfl job circular 2020,pran rfl group job circular 2019,latest job circular,rfl group job circular 2020,govt job circular,pran rfl group job circular october 2020,ngo job circular 2020,govt job circular 2020,pran rfl job circular 2019,rfl job circular 2020,new job circular 2020,job circular 2020,job circular,latest job circular,ngo job circular 2020,brac ngo job circular 2020,bd job circular,govt job circular,brac ngo new job circular 2020,how to apply brac job circular 2020,ngo job circular,new job circular,bd job circular 2020,new job circular 2020,rfl job circular 2020,bwdb job circular 2020,ntrca job circular 2020,bd ngo job circular 2020

No comments:

Post a Comment