Friday, February 7, 2020

নৌবাহিনীতে এইসএসসি পাসে চাকরি | Bangladesh Navy Job Circular 2020

Bangladesh Navy Job Circular- বাংলাদেশ নৌবাহিনী ২০২১-এ অফিসার ক্যাডেট ব্যাচে (প্রথম গ্রুপ) জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

Bangladesh Navy Job Circular 2020





ব্যাচের নাম: ২০২১-এ অফিসার ক্যাডেট ব্যাচ (প্রথম গ্রুপ)

পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি ও এইচএসসি/সমমান। ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ২টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলে ন্যূনতম ২টিতে বি গ্রেড থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য নৌবাহিনীর উচ্চমান পরীক্ষায় বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।


বয়স: ০১ জানুয়ারি ২০২১ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীর জন্য ১৮-২৫ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৭০০ টাকা

আবেদনের শেষ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন-স্পষ্ট সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন।





TAGS:navy job circular 2020,bd navy job circular 2020,bangladesh navy job circular 2020,navy job circular,bangladesh navy job circular 2019,latest job circular,bd navy job circular 2020,job circular,job circular 2019,navy officer cadet job circular 2020,bangladesh navy job circular,bangladesh navy civil job circular 2019,navy circular 2020,navy job circular 2020,bangladesh navy circular 2019,job circular 2020,job circular,bd job circular,govt job circular,ngo job circular 2020,brac ngo job circular 2020,latest job circular,brac ngo new job circular 2020,how to apply brac job circular 2020,ngo job circular,brac job circular,new job circular 2020,badc job circular 2020,bwdb job circular 2020,bsfic job circular 2020,ntrca job circular 2020,asa ngo job circular 2020

No comments:

Post a Comment