Monday, September 16, 2019

১৬৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ

ক্যারিয়ার গড়ুন বাংলাদেশে ডাক বিভাগে। বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী-৬২০৩ অধীন অফিসের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নয়টি পদে মোট ১৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। মহিলা ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। 

পদের নাম

১) উচ্চমান সহকারী
২) মেকানিক
৩) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
৪) পোস্টাল অপারেটর
৫) ড্রাফটসম্যান
৬) ড্রাইভার (ভারী)
৭) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
৮) মিডওয়াইফ
৯) পাম্প অপারেটর

পদসংখ্যা

মোট ১৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

⚫ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ সমমান পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। 
⚫ কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। 

বয়স

⚫ ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। 
⚫ মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

⚫ আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।  
⚫ এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।


আবেদন লিংকঃ
http://pmgnc.teletalk.com.bd (ক্লিক করুন লিংকে)

সার্কুলার ডাউনলোড লিংকঃ ডাউনলোড 

আবেদনের সময়সীমা

আবেদন শুরুঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০টায় 
আবেদনের শেষ তারিখঃ ৬ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র :  বাংলাদেশ প্রতিদিন




বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে




TAGS: bangladesh post office job circular 2019,post office job circular,job circular,bd post office job circular,bangladesh post office job circular,job circular 2019,post office job,bangladesh post office job circular 2019 pdf,bd job circular,pmgcc job circular 2019,govt job circular,bangladesh dak bivag job circular 2019,trc job circular,all bank job circular,nsi job circular 2019,bcgf job circular 2019,dbbl job circular 2019,coast job circular 2019, bpsc job circular,non-cadre job circular, primary job circular,ntrca job circular

No comments:

Post a Comment