জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা বিজ্ঞপ্তিতে দেয়া আছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন এবং এইসএসসি পাস হয়ে থাকেন তবে এই চাকরি টি আপনিও করতে পারবেন। আবেদন করে পড়াশোনায় মনোযোগ দিন। শুভকামনা!! বিস্তারিত নিচে দেখুন।
পদের নাম
ক্লার্ক কাম টাইপিস্ট
যোগ্যতা
◼ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
◼ প্রার্থীর কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ থাকতে হবে।
👉 এসএসসি পাসেই নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
👉 ১৬৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ
👉 ১০০ জনকে নিয়োগ দেবে পল্লী মঙ্গল কর্মসূচি | সাক্ষাৎকারে নিয়োগ
বয়স
◼ ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
◼ মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-স্কেল
◼ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের লিংকঃ
সার্কুলার ডাউনলোড লিংকঃ ডাউনলোড
আবেদন ফিঃ ১১২ টাকা
আবেদনের সময়সীমা
আবেদন শুরুঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯টায়
আবেদনের শেষ তারিখঃ ১০ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টায়।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন
TAGS: department of public health engineering,health job circular 2019,job circular,job circular 2019,ministry of health & family welfare job circular,latest govt job circular,dphe job circular 2019,ministry of health and family welfare job circular 2019,govt job circular,job circular 2019,job circular 2019,job circular,latest job circular,govt job circular,bangladesh air force job circular 2019,bd job circular,trc job circular,nsi job circular 2019,all bank job circular,air forch job circular,nsi job circular apply,bank job circular 2019
good
ReplyDelete