Wednesday, September 18, 2019

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | DNC Job Circular 2019

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিচে দেখুন। 
Department Of Narcotics Control (DNC) Job Circular 2019


পদের নাম

হিসাবরক্ষক 

পদসংখ্যা

পদটিতে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা 

⚫ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

⚫ হিসাব ক্ষেত্রে অন্যূন ৩(তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স

⚫ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। 
⚫ মুক্তিযোদ্ধা কোটায় এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।


👉 চলমান ৩০ টি নিয়োগ বিজ্ঞপ্তি 👉 পায়রা বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি👉 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৩৩৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি 



বেতন-ভাতা

⚫ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের লিংকঃ
 http://dnc.teletalk.com.bd

সার্কুলার ডাউনলোড লিংক: ডাউনলোড 

আবেদন ফিঃ ১১২ টাকা



আবেদনের সময়সীমা

⚫ আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০:০০ টা
⚫ আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০১৯, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

সূত্র : www.dnc.gov.bd






বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন 




TAGS:department of narcotics control job circular 2019,department of narcotics control,narcotics control bureau,department of agricultural extension,job circular,job circular 2019,govt job circular,bd job circular,dia job circular,new govt job circular,nsi job circular 2019,dnc,government job circular,bangladesh job circular,job circular 2019,job circular,bd job circular,govt job circular,bangladesh railway job circular 2019,trc job circular,ngo job circular 2019,asa job circular 2019,new job circular 2019,all bank job circular,nsi job circular 2019

No comments:

Post a Comment