Friday, October 18, 2019

বিজিবি তে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2019 | www.bgb.gov.bd

BGB Job Circular 2019: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৫ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ২০ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১০ টা থেকে। আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন হলে আপনি আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে আপনার এইসএসসি পাস থাকতে হবে। সুতরাং ক্যারিয়ার গড়ে নিন বর্ডার গার্ড বাংলাদেশে। আবেদন পদ্ধতি সহ আরো বিস্তারিত নিচে দেখুন। 

BGB Job Circular 2019 - 95 Batch 

আবেদনের যোগ্যতা:

◼ এইচএসসি পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 
◼ এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে।

শারীরিক যোগ্যতা 

◼ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। 
◼ মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
◼ উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। 
◼ উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।
◼ দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। 
◼ সাঁতার জানতে হবে। 

◼ বয়সসীমা: ০৫ এপ্রিল ২০১৯ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। 

◼ বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

◼ ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ও কম্পিউটারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

রেজিস্ট্রেশনের নিয়ম:

◼ টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। 

আবেদনের সময়সীমা 

◼ রেজিস্ট্রেশন শুরু: ২০ অক্টোবর ২০১৯ সকাল ১০ টা
◼ রেজিষ্ট্রেশন শেষ: ০৩ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

রেজিষ্ট্রেশন ফি: ১৬০ টাকা

রেজিষ্ট্রেশন করবেন যেভাবে

◼ প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC Board Keyword<space>HSC Roll<space>HSC PassYear<space>SSC Board Keyword<space>SSC Roll<space>SSC PassYear<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। 
◼ প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
◼ এসএমএসে পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। 
◼ প্রাপ্ত পিন নম্বরসহ
BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
◼ দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন

◼ এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করুন অথবা 
◼ টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন।

সুত্র: www.bgb.gov.bd
বিস্তারিত নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন - সার্কুলার ডাউনলোড 

TAGS:bgb job circular,bgb job circular 2019,job circular 2019,border guard bangladesh job circular 2019,bangladesh bgb job circular 2019,bgb job circular 2019 pdf,bgb civil job circular 2019,job circular,bgb job circular 2019 new,latest job circular,new job circular 2019,www.bgb.gov.bd job circular 2019,bangladesh bgb circular 2019,bgb job circular 2019 95 batch,bgb new circular,job circular,latest job circular,job circular 2019,govt job circular,government job circular,nsi job circular 2019,bd job circular,recent govt job circular,fire service job circular 2019,vat commissionerate job circular 2019,bangladesh fire service job circular 2019,govt job,fire service and civil defense job circular 2019,govt job circular 2019,fire service circular 2019,latest govt jobs 2019

No comments:

Post a Comment