Sunday, September 22, 2019

কর কমিশনারের কার্যালয়ে ৫৪ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, চট্টগ্রাম-এর শূন্যপদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক ও চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। আপনি যদি যোগ্যতা সম্পন্ন এবং আগ্রহী হয়ে থাকেন তবে আপনিও আবেদন করতে পারেন। ক্যারিয়ার গড়ুন কর কমিশনের কার্যালয়ে। নারী পুরুষ উভয়কেই নিয়োগ দেয়া হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে। বিস্তারিত দেখুন নিচে। 

Taxes Zone-3 Chattogram Job Circular 2019 


পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল

১) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল; ১২,৫০০/-৩০,২৩০/ টাকা।

২) পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২টি
বেতন স্কেল; ১১,০০০/-২৬,৫৯০/ টাকা।

৩) পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ১১টি
বেতন স্কেল; ১০,২০০/-২৪,৬৮০/ টাকা।

৪) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১১টি
বেতন স্কেল; ১০,২০০/-২৪,৬৮০/ টাকা।


৫) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৯টি
বেতন স্কেল; ৯,৩০০/-২২,৪৯০/ টাকা।

৬) পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল; ৯,৩০০/-২২,৪৯০/ টাকা।

৭) পদের নাম: নোটিশ সার্ভার
পদ সংখ্যা: ৪টি
বেতন স্কেল; ৮,২৫০/-২০,০১০/ টাকা।

৮) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৮টি
বেতন স্কেল; ৮,২৫০/-২০,০১০/ টাকা।

৯) পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ৮টি
বেতন স্কেল; ৮,২৫০/-২০,০১০/ টাকা।


বয়স

⚫ ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
⚫ মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল

⚫ বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন ফিঃ ১১২ টাকা এবং ৫৬ টাকা

 আবেদনের নিয়ম

⚫ আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
⚫ আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে এবং কর কমিশন কার্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা আছে।



আবেদনের সময়সীমা

আবেদন শুরুঃ ২৫ সেপ্টেম্বর ২০১৯  
আবেদনের শেষ তারিখঃ ২০ অক্টোবর ২০১৯ বিকাল ৫ টা।

সোর্সঃ www.taxeszone3ctg.gov.bd




বিস্তারিত দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে




TAGS: job circular,job circular 2019,taxes zone job circular 2018,taxes zone gazipur job circular,taxes zone rangpur job circular,tax commissioner office job circular 2019,income tax job circular 2019 dhaka,bd govt job circular 2018,kor commission job circular 2019,tax zone 13 bd job circular 2019,job circular today,govt job circular,bd job circular,govt job circular,tmss job circular 2019,brac ngo job circular 2019,bd jobs circular 2019,tmss job circular,asa job circular 2019,new job circular 2019,nsi job circular 2019,ngo job circular 2019

No comments:

Post a Comment