Wednesday, November 1, 2017

১৪তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত তথ্য-শেষ তারিখ ১৬ নভেম্বর ২০১৭

১৪ তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাসের হার ২৬.০২ শতাংশ। ২৫ আগস্ট অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল গত ৩১ অক্টোবর প্রকাশ করা হয়।




বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নেয়া এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন। 

 এর মধ্যে স্কুল পর্যায়ে এক লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছে। 

স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ শতাংশ। গড় শতকরা ২৬ দশমিক ০২ শতাংশ। 


কৃতকার্য প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের খবর জানানো হয়েছে।

পরীক্ষার ফলাফল ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে। 


লিখিত পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ 

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে:
স্কুল: আগামী ০৮ ডিসেম্বর ২০১৭
কলেজ: আগামী ০৯ ডিসেম্বর ২০১৭

যারা পাস করেছেন তাদের ১৬ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে নিম্নে উল্লিখিত সনদ এনটিআরসিএতে পাঠাতে হবে।

১) আবেদনকারীর কপি। (Applicants Copy)
২) স্নাতক পর্যায় পর্যন্ত সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট
৩) নাগরিক সনদপত্র
৪) জাতীয় পরিচয় / জন্ম নিবন্ধন সনদপত্র

শর্তাবলী:

১) সকল সনদের সত্যায়িত অনুলিপি দিতে হবে।
২) ডাকযোগে প্রেরণ করতে হবে।
৩) খামের উপর "চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন পত্র" লিখতে হবে।

পাঠানোর ঠিকানা:

ঢাকা
জিপিও বক্স নম্বর - ১০৩
ঢাকা-১০০০



গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং পেইজে জয়েন থাকুন। 

No comments:

Post a Comment