Wednesday, November 8, 2017

পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জেনারেল ম্যানেজার(AGM) পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও এডমিট কার্ড প্রকাশ

এতদ্বারা পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) পদে আবেদনকারী প্রার্থীদের জ্ঞাতার্থে জানান যাচ্ছে যে, উক্ত পদে নিয়োগ পরীক্ষা নিম্নবর্ণিত কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।






(১)MCQ পদ্ধতিতে প্রাথমিক নির্বাচনী পরীক্ষাঃ 

রোল নং - ১২০০০০১ হতে ১২০৩৫১৬= ৩৫১৬ জন

পরীক্ষার কেন্দ্রঃ সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা-১২১২

পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়ঃ ১৭ নভেম্বর ২০১৭ ; শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকা হতে



(২)রচনামূলক পরীক্ষাঃ 

শুধুমাত্র MCQ পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য প্রযোজ্য

পরীক্ষার কেন্দ্রঃ ট্রেনিং একাডেমী ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদরদপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯

পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়ঃ ১৮ নভেম্বর ২০১৭ ; শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকা হতে



 (৩)মৌখিক সাক্ষাৎকার পরীক্ষাঃ 

শুধুমাত্র রচনামূলক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য প্রযোজ্য

পরীক্ষার কেন্দ্রঃ সদস্য (বিতরন ও পরিচলন) এর কক্ষ (৩য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদরদপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ধাকা-১২২৯


পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়ঃ 

১৯ নভেম্বর ২০১৭ রবিবার ; বিকাল ০৩ঃ০০ ঘটিকা হতে শুরু
২০ নভেম্বর ২০১৭ সোমবার ; বিকাল ০৩ঃ০০ ঘটিকা হতে শুরু
২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার ; বিকাল ০৩ঃ০০ ঘটিকা হতে শুরু



বিঃদ্রঃ (১) প্রার্থীদেরকে ডাকযোগে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রবেশপত্র   http://brebhr.teletalk.com.bd হতে ১৬ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে না। প্রবেশপত্রের ফটোকপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

(২) মৌখিক সাক্ষাৎকারের সময় মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা কোটায় আবেদনকারী প্রার্থীদের তাদের মুক্তিযোদ্ধা পিতা/ মাতা/ পিতামহ/ পিতামহী/ মাতামহ/ মাতামহী/ এর মুক্তিযোদ্ধা সনদ, গেজেট, মুক্তিবার্তার কপি, প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার জন্ম তারিখ প্রমানের স্বপক্ষে অনলাইনে যাচাইযোগ্য সনদ (এসএসসি বা সমমানের সনদ/ জাতীয় পরিচয়পত্র/ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট) এর ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা প্রদান করতে হবে।






  
গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং পেইজে  "HitzNews24" জয়েন থাকুন। 












No comments:

Post a Comment