Friday, November 1, 2019

১৮০ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর | Department of Youth Development (DYD) Job Circular 2019

যুব উন্নয়ন অধিদপ্তর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। যুব উন্নয়ন অধিদপ্তর সাতটি পদে মোট ১৮০ জনকে নিয়োগ দেবে। সব জেলার আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতিসহ আরো বিস্তারিত নিচে দেখুন। 




Department of Youth Development (DYD) Job Circular 2019

পদের নাম

১) ক্রেডিট সুপারভাইজার
২) জুনিয়র প্রশিক্ষক (পোশাক)
৩) গাড়িচালক
৪) প্রদর্শক
৫) মেকানিক হেলপার
৬) মৎস সহকারী এবং 
৭) সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর


পদসংখ্যা

◼ সাতটি পদে সর্বমোট ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

◼ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। 
◼ কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


বয়সসীমা

◼ আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-ভাতা

◼ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

◼ আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। 
◼ অনলাইনে আবেদন প্রক্রিয়া আরো বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

আবেদনের সময়সীমা

◼ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুঃ ৩০ অক্টোবর, ২০১৯ সকাল ১০টায় 
◼ আবেদন শেষঃ ২১ নভেম্বর, ২০১৯ বিকেল ৫ টায়।

সূত্র : http://www.dyd.gov.bd
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন 








TAGS:job circular,department of youth development job circular 2019,latest job circular,department of youth development,ministry of industries job circular 2019,department of youth development (dyd) bd govt job circular 2019,job circular 2019,department of youth development (dyd),youth development job circular 2019,department of youth development admission 2019,government job circular,job circular,job circular 2019,latest job circular,govt job circular 2019,bd jobs circular 2019,bd job circular,bd job circular 2019,nsi job circular 2019,bgb job circular 2019,asa job circular 2019,new job circular 2019,all ngo job circular 2019,asa ngo job circular 2019,brac ngo job circular 2019,bangladesh air force job circular 2019,govt job circular,job circular today

No comments:

Post a Comment