Wednesday, September 25, 2019

গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ | যোগ্যতা- এইসএসসি/সমমান

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বিস্তারিত নিচে দেখুন।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়


পদের নামঃ হিসাব সহকারী- কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন  স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- 
বয়সঃ ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা 

⚫ যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বানিজ্য বিভাগ অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 
 কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 
 আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  

আরো চাকরির খবর




আবেদনের নিয়ম

 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 
 আবেদন গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর ডাকযোগে বা সরাসরি পৌছাতে হবে। 
 আবেদন ফরম পাওয়া যাবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে। 
 ওয়েবসাইটঃ http://www.gopalganj.gov.bd


আবেদন ফিঃ ৫০০ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন ফরম পাঠানোর শেষ তারিখঃ ১৫ অক্টোবর, ২০১৯।

সূত্র : গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট।


বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন


ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়


পদের নামঃ হিসাব সহকারী- কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ মোট ৫২ জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন  স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- 
বয়সঃ ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা 

 যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বানিজ্য বিভাগ অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 
 কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 
 আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  

আবেদনের নিয়ম

 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 
 আবেদন ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্বহস্তে জমা দিতে হবে।  
 আবেদন ফরম পাওয়া যাবে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে। 
 ওয়েবসাইটঃ http://www.faridpur.gov.bd


আবেদন ফিঃ ৪০০ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন ফরম পাঠানোর শেষ তারিখঃ ২৫ অক্টোবর, ২০১৯।

সূত্র : ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট।


বিস্তারিত বিজ্ঞপ্তিতে


TAGS: job circular,job circular 2019,bd job circular,govt job circular,latest govt job circular,bd govt job circular,new job circular,govt job circular 2019,rangamati district council job circular 2019,rangamati hill district council job circular,chittagong district judge court job circular 2019,gopalgonj district council job circular 2019,faridpur district job circular 2019,brac ngo job circular 2019,bd govt job circular 2019,all ngo job circular 2019,latest ngo job circular 2019,bangladesh railway job circular 2019,bangladesh air force job circular 2019,company job circular,bd job circular 2019,asa job circular 2019,rfl job circular 2019,nsi job circular 2019

No comments:

Post a Comment