Thursday, November 2, 2017

সমন্বিত ৮টি ব্যাংকে "Senior Officer" পদে দরখাস্তকারীদের জন্য জরুরী নোটিশ

সমন্বিত ৮ টি ব্যাংকের " Senior Officer" নিয়োগের আবেদনের শেষ তারিখ ছিল ১৭ সেপ্টেম্বর ২০১৭। ইতোমধ্যে সমন্বিত ৮ ব্যাংকের "Senior Officer" পদের এডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা শেষ হয়েছে। অবশেষে গতকাল প্রকাশিত দরপত্রে অংশগ্রহনকারী, লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ এবং মৌখিক পরীক্ষা দেয়ার সুযোগ সমন্ধে প্রকাশিত নির্দিষ্ট সংখ্যার কথা বলা হয়েছে। 





প্রিলিমিনারীতে মোট পরীক্ষার্থীঃ ২,১৩,৫২৫ জন
পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ পাবেঃ প্রায় ১৭০০০ পরীক্ষার্থী
পরীক্ষারর সময়ঃ ২ ঘন্টা
মৌখিক পরীক্ষা দেয়ার সুযোগ পাবেঃ প্রায় ৬০০০ পরীক্ষার্থী
মোট নিয়োগ দেয়া হবে "১৬৬৩" জন চাকুরীপ্রার্থীকে
পরীক্ষা কেন্দ্র : ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান



প্রিলিমিনারী পরীক্ষা ডিসেম্বর এর শেষ সপ্তাহে বা জানুয়ারির ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশের ১৪ থেকে ২৮ দিনের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।


সোনালি ব্যাংক লিমিটেড - ৫২৭ জন।
জনতা ব্যাংক লিমিটেড - ১৬১ জন।
রূপালী ব্যাংক লিমিটেড - ২৮৩ জন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড -৩৯ জন।
বাংলাদেশ কৃষি ব্যাংক- ৩৫১ জন।
রাজশায়ী কৃষি উন্নয়ন ব্যাংক- ২৩১ জন।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন- ০১ জন।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-৭০ জন সহ সর্বমোট ১৬৬৩ জনকে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য : প্রবেশপথ ডাউনলোডের আর কোন সুযোগ নেই। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এ যোগাযোগ করে কোনও লাভ হবে না।





 
গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারী চাকরি" এবং HitzNews24 জয়েন থাকুন।

No comments:

Post a Comment