Saturday, November 4, 2017

১২৬৯ টি পদে নিয়োগ দেবে ইউনেস বাংলাদেশ

পল্লী ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মানুষের কল্যাণে ইউনেস বাংলাদেশ দেশব্যাপী জেলা উপজেলা ও গ্রাম পর্যায়েও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।মোট পদ সংখ্যা ১২৬৯ শিক্ষাগত যোগ্যতা এস এস সি থেকে শুরু করে পোস্টগ্র্যাজুয়েট। কর্মী দের নিজ জেলা ও উপজেলায় প্রশিক্ষণ গ্রহন এবং কর্ম সম্পদান করতে হবে। 





(১) পদের নামঃ জেলা সমন্বয়কারী 
পদ সংখ্যাঃ ৩৮ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ২৬,২৫০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর 


(২) পদের নামঃ উপজেলা সমন্বয়কারী 
পদ সংখ্যাঃ ১১০ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ২১,৯৫০/- 
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/স্নাতক


(৩) পদের নামঃ রিজিওনাল অফিসার 
পদ সংখ্যাঃ ৭৮ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ২৩,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ  সমমান/ডিগ্রি 


(৪) পদের নামঃ গ্রুপ অর্গানাইজার
পদ সংখ্যাঃ ১২৬ জন
বেতনঃ সর্বসাকুল্যে ১৯,৯৫০/- 
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/এইসএসসি


(৫) পদের নামঃ অফিস সহকারী 
পদ সংখ্যাঃ ১৯৬ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ১৪,৯৫০/-
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/এসএসসি


(৬) পদের নামঃ স্টোর কিপার কাম হিসাব রক্ষক 
পদ সংখ্যাঃ ১৫৫ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ১৫,৫৫০/-
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/এসএসসি


(৭) পদের নামঃ পরিবার কল্যান কর্মকর্তা 
পদ সংখ্যাঃ ১৭২ জন 
বেতনঃ সর্বসাকুল্যে ১৬,৮০০/- 
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/মাধ্যমিক 


(৮) পদের নামঃ ইউনিয়ন অফিসার
পদ সংখ্যাঃ ১৯৬ জন
বেতনঃ সর্বসাকুল্যে ১৪,৮০০/- 
শিক্ষাগত যোগ্যতাঃ সমমান/এসএসসি


(৯) পদের নামঃ মাঠ কর্মকর্তা 
পদ সংখ্যাঃ ১৯৮ জন 
বেতনঃ ১২,৮০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/এসএসসি  




আবেদন শর্তাবলীঃ 

১। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে।আগ্রহী প্রার্থীকে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি,সকল শিক্ষা সনদ,জন্ম সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,মোবাইল নাম্বার সহ আগামী ১৮/১১/২০১৭ ইং তারিখের মধ্যে (ইউনেস বাংলাদেশ,প্রধান কার্যালয়ঃ রোড #৯,বাড়ি #৫১১-৪র্থ তলা,ডিওএইচএস বারিধারা, ধাকা-১২০৬) এই ঠিকানায় পোস্ট অফিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে। 
২। বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
৩। সকল পদে পুরুস/মহিলা/উপজাতী আবেদন করতে পারবেন। 
৪। নিজ জেলায় প্রশিক্ষণ ও কর্মস্থল নির্দিষ্ট করা হবে।
৫। সরাসরি কোন আবেদন গ্রহন করা হবে না।
৬। বাতসরিক ভাতা ও স্বাস্থ্য বিমা প্রদান করা হবে।
৭। আকাধিক পদে আবেদন গ্রহনযোগ্য নয়।
৮। আবেদনের শেষ তারিখ ১৮/১১/২০১৭ 
৯। ৯টি ক্ষেত্রে মোট ১২৬৯ জনকে নিয়োগ দেয়া হবে। 

 




গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে "Govt. BD Jobs - সরকারীচাকরি" এবং HitzNews24 জয়েন থাকুন

No comments:

Post a Comment