ব্যাংক এশিয়া ৩ টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত শর্তাধীনে অনলাইনে আবেদন করার আহবান করা যাচ্ছে।
⤋⤋⤋
পদের নামঃ টেলার (Teller) - ক্যাশ অফিসার
পদ সংখ্যাঃ কতজনকে নিয়োগ দেয়া হবে তা উল্লেখ করা হয়নি।
যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেনী প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতনঃ বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
বয়সঃ ৩০ বছর
অভিজ্ঞতাঃ বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০১৭
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
আবেদন লিংকঃ Bank Asia(Click Here)
আরো বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
সুত্রঃ বিডিজবস ডটকম
⤋⤋⤋
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (Assistant Relationship Officer)
পদ সংখ্যাঃ ১০০ টি
যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিস/ইকোনোমিকস/সোশাইল স্টাডিস/সাইন্স স্টাডিস বিষয়ে চার বছরের স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেনী প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতনঃ ১২,০০০/- বা তার বেশি
বয়সঃ ৩০ বছর
অভিজ্ঞতাঃ বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
আবেদনের শেষ তারিখঃ ১৩ নভেম্বর ২০১৭
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
আবেদন লিংকঃ Bank Asia(Click Here)
আরো বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
সুত্রঃ বিডিজবস ডটকম
⤋⤋⤋
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (Assistant Relationship Officer)- Retail Banking Division
পদ সংখ্যাঃ কতজনকে নিয়োগ দেয়া হবে তা উল্লেখ করা হয়নি।
যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাবসায় প্রশাসন/অর্থনীতি/অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট/মার্কেটিং/গনিত/ইঞ্জিনিয়ারিং/পরিসংখ্যান/আইটি বিষয়ে চার বছরের স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেনী প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতনঃ বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
বয়সঃ ৩০ বছর
অভিজ্ঞতাঃ বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
আবেদনের শেষ তারিখঃ ১০ নভেম্বর ২০১৭
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
আবেদন লিংকঃ Bank Asia(Click Here)
আরো বিস্তারিত নিম্নোক্ত সার্কুলারে দেখুন।
সুত্রঃ বিডিজবস ডটকম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment