Wednesday, November 22, 2017

ভোরের কাগজ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ - সময়সীমা ৩০ নভেম্বর ২০১৭

স্বনামধন্য দৈনিক পত্রিকা ভোরের কাগজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭ প্রকাশ করেছে। পত্রিকাটি সাব-এডিটর/সিনিয়র এডিটর পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত শর্তাধীনে আবেদন করার আহবান করা যাচ্ছে।



ভোরের কাগজ

পদের নামঃ সাব-এডিটর/সিনিয়র এডিটর
বেতনঃ আলোচনা সাপেক্ষে


যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতা বিভাগ থেকে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা।


কর্মস্থলঃ ঢাকা
চাকরির ধরনঃ ফুল টাইম



অন্যান্যঃ

কম্পিউটারে দক্ষ, বাংলা টাইপিং, নিউজ এবং ফটো এডিটিং এ দক্ষ থাকতে হবে।
মাল্টিমিডিয়া সাংবাদিকতায় জ্ঞান থাকতে হবে(নিউজ পোস্টিং, ইমেজ, এবং ওয়েব পোর্টাল অডিও ভিডিও)
ফ্রেশার আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
ইংরেজি এবং বাংলা ভাষায় ভালো দক্ষ থাকতে হবে।


আবেদন প্রক্রিয়াঃ 

(১) অনলাইনে বিডিজবস ডটকম(এখানে ক্লিক করুন) এর মাধ্যমে আবেদন করা যাবে অথবা
(২) আগ্রহী প্রার্থীদেরগণ bhorerkagoj.office@gmail.com এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০১৭

সুত্রঃ বিডিজবস ডটকম


More Jobs:



⇒ Upcoming All Jobs Exam Date & Time


⇒ US Embassy in Bangladesh Job circular


 Prime Bank Limited Job Circular 


⇒ জীবন বীমা কর্পোরেশনে ১২৮ জনকে নিয়োগ 

 Coal Power Generation Company Bangladesh Ltd. Job Circular  





To get more Job Circular 2017, you can visit HitzNews24

গুরুত্বপূর্ণ আরো তথ্য এবং চাকরির খোঁজ পেতে আমাদের ফেইসবুক গ্রুপে  "Govt. BD Jobs

No comments:

Post a Comment